আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা সে তো আমার বোধের ফসল, প্রার্থনার আনত মুখ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভালোবাসা সে তো আমার বোধের ফসল, প্রার্থনার আনত মুখ শাফিক আফতাব................. ভালোবাসা সে য়ে আমার শত জনমের সাধনার ধন, ভালোবাসা সে যে আমার বোধের এক পুত পবিত্র স্ফূরণ ভালোবাসা সে যে আমার বেঁচে থাকার অবলম্বন এক__ বলো, অপবিত্র হাতে তোমাকে ছুঁইতে পারি ? ভালোবাসা ফুরিয়ে গেলে জীবন ফুরিয়ে যায়__ ভালোবাসা ফুরিয়ে গেলে চেতনা ফুরিয়া যায়__ ভালোবাসা ফুরিয়ে গেলে আমি হই বসন্তের বিবর্ণ ঝরাপাতা ; ভালোবাসা ফুরিয়ে গেলে আমি আমি অবসরপ্রাপ্ত এক নিথর আমলা হয়ে যাই। কেনো তবে তুমি সন্দেহ পোষণ করো।

আমি তোমাকে প্রথম যে গোলাপটি দিয়েছিলাম__ সেটা আমার কবিতা লেখার পারিশ্রমিক ছিলো, আমি তোমাকে প্রথম যে শাড়িটি দিয়েছিলাম, ওটা আমার ছাত্রপডাবার মাহিনা ছিলো, আমি প্রথম তোমাকে যেদিন তোমাকে চাইনিজে নিয়ে যাই, আমি কৃষকবাবার গোলাঘরের দুবস্তা ধান বিকেছিলাম__ আমি প্রতি জন্মদিনে তোমাকে যা উপহার দেই__ তা আমার মূল বেতনের টাটকা অংশ। এতটুক অবকাশ নেই সন্দেহের__আমি যে তোমাকে প্রার্থনার প্রতিটি শব্দের মতোন পবিত্র ভাবনায় কামনা করি। আমি শিশিরস্নাত ভোরের প্রথম গোলাপের মতোন ধুয়েমুছে তোমাকে ছুয়েঁছি__ আমি এই পবিত্রপ্রাঞ্জলমুখে যেদিন মায়ের আর্শীবাদ পেয়েছিলাম সেদিন তোমাকে মন দিয়েছি। ভালোবাসা সে তো আমার বোধের ফসল, প্রার্থনার মতোন আনত মুখ মৃত্রিকার গভীর ফুঁড়ে উঠে আসা ফসলর প্রথম অঙ্কুর। ... ১৪.১১.২০১৩


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.