আমাদের কথা খুঁজে নিন

   

চাকরিতে প্রবেশের বয়সসীমা দ্রুত না বাড়ানো যে কারণে অন্যায়

আমাদের ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ানোর ফলে পদ খালি হওয়াটাও পিছিয়ে দেয়া হয়েছে। এর মানে চাকরিতে প্রবেশের বয়সসীমার শেষ পর্যায়ে যারা আছেন তাদের জন্য একটা চাকরি যোগাড় করার কাজটা অনেক কঠিন হয়ে গেল (যেহেতু পদ খালি হচ্ছ না)। এছাড়া সেশনজট, অনার্স কোর্সের সময় বাড়ানো সহ বিভিন্ন কারণে পাশ করে বোরোতে আগের চেয়ে বেশি সময় লাগছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ালে কমবয়সীরা কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ তারাও দীর্ঘ সময় ধরে চেষ্টা করার সুযোগ পাবেন। অবসরের বয়সসীমা যখন বাড়ানো হয় তখনই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত ছিল। দেরি করার মাধ্যমে বহু চাকরি প্রত্যাশীকে বঞ্চিত করা হচ্ছে। কাজেই আমি মনে করি অতি দ্রুত এই বয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া উচিত। নইলে হয়ত অনেক প্রতিভাবান একটি ভাল চাকরি এবং সরাসরি দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.