আমাদের কথা খুঁজে নিন

   

‘চাকরিতে ঢোকার বয়স বাড়ছে না’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোহবান সিকদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত সরকারের নেই।”
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাও হয়নি- জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা আবারো বাড়ানোর কোনো সম্ভাবনাও নেই।


অবসরের বয়স বাড়ানো নিয়ে কিছু পত্রিকায় ভুল তথ্য পরিবেশিত হয়েছে বলেও দাবি করেন এই জ্যেষ্ঠ সচিব।
সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর পর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানান সরকারি চাকরি প্রত্যাশীরা। এনিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচিও পালন করেন তারা।
২০১১ সালের ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। তবে অধ্যাদেশ জারির কারণে তা ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।
এর আগে ২০১০ সালে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের বয়স ৫৯-এ উন্নীত করা হয়।
এছাড়া গত বছরের ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর করার ঘোষণা দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.