আমাদের কথা খুঁজে নিন

   

চাকরিতে প্রাধান্য পাচ্ছে প্রযুক্তিবিদরা

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, দ্রুত বাড়তে থাকা ১০টি চাকরির অধিকাংশই প্রযুক্তিনির্ভর। গতানুগতিক ব্যবস্থাপকের স্থান দখল করছে প্রযুক্তি, বিজ্ঞান, গণিত ও প্রকৌশলীরা।
প্রযুক্তির এসব বিষয় নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে এগিয়েছে। সফটওয়্যার ডেভেলপার ও তথ্য বিশ্লেষক পদে চাকরির সুযোগও প্রতিনিয়ত বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন চাকরির পদ তৈরি হলেও তা ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে তা সবচেয়ে বেশি বেড়েছে।
এ সম্পর্কে দ্য ল্যাডারের ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিসিস বিভাগের ভাইস প্রেসিডেন্ট শংকর মিশ্র জানান, গত পাঁচ বছরে ওয়েবসাইট ডেভেলপার ও অ্যানালিস্টের চাহিদা অবিশ্বাস্যভাবে বেড়েছে। একসময়কার সবচেয়ে বেশি বেতনের ব্যবস্থাপনা চাকরির চাহিদাও দ্রুত কমতে শুরু করেছে।
তালিকায় সবচেয়ে বেশি চাহিদার চাকরিগুলো হচ্ছে--
১. ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স (ডেভঅপস) ইঞ্জিনিয়ার
২. আইওএস ডেভেলপার
৩. ডেটা সায়েন্টিস্ট
৪. ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইনার
৫. স্টাফ অ্যাকাউন্ট্যান্ট
৬. প্যারালিগাল (আইনজীবী নয় তবে আইনে প্রশিক্ষণপ্রাপ্ত)
৭. ইউজার ইন্টারফেস (ইউআই) ডেভেলপার
৮. অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
৯. অ্যান্ড্রয়েড ডেভেলপার
১০. বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.