আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় মেসে দুই যুবককে খুন

মঙ্গলবার দুপুরে শামীম সরণির একটি বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।
নিহতরা হলেন- আবুল বাশার (৩০) ও রাজিব (২৮)। তাদের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তারা দুজনই শামীম সরণির ৫৫২ নম্বর চার তলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন।
ওই মেসে আরো কয়েকজন থাকেন। কিন্তু পুলিশ তাদের কাউকে পায়নি।
পুলিশ কর্মকর্তা বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার কোনো সময় ওই দুজনকে হত্যা করা হয় বলে মনে হচ্ছে।
হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।