শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ‘রান-অফ’ পর্ব অনুষ্ঠিত হয়।
দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইয়ামিন ৫১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট।
রোববার শপথ গ্রহণ করে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ইয়ামিন।
৯ নভেম্বর অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে নাশিদ ৪৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু মালদ্বীপের বিতর্কিত নিবাচনী প্রক্রিয়ার নিয়মানুযায়ী নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন।
গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করেন, এই মন্তব্য করে পরাজয় মেনে নেন নাশিদ।
মালদ্বীপের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে ২০০৮ সালে দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন নাশিদ। কিন্তু ২০১২’তে বিভিন্ন বির্তক সৃষ্টি করে পুলিশ ও সেনা সমর্থনে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।
তখন থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান।
নতুন প্রেসিডেন্ট ইয়ামিনের সৎভাই আব্দুল গাইয়ুম ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত একটানা ৩০ বছর মালদ্বীপ শাসন করেন।
‘রান-অফ’ ভোটের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন পরাজিত প্রার্থী নাশিদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।