রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যা পৌনে ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন। যতদূর জানি এটা সৌজন্য সাক্ষাৎ। ”
বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানালেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে। আর এই সরকারের অধীনেই হবে দশম জাতীয় সংসদ নির্বাচন।
এর আগে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা থেকে ফিরলেই সর্বদলীয় সরকার গঠনের কার্যক্রম শুরু হবে।
আর এ সরকার গঠনের জন্য গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
দুই দিনের সফর শেষে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর থেকে ওই পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
দীর্ঘদিন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও সর্বশেষ শনিবার দলটি বলেছে, তারা নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসতে রাজি আছে।
সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় আগামী ২৪ জানুয়ারির মধ্যেই ভোটের আয়োজন করতে হবে কমিশনকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।