আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গভবনে প্রধানমন্ত্রী

তার গাড়িবহর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গভবনে পৌঁছায়। 

ফাইল ছবি : বঙ্গভবন

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি সৌজন্য সাক্ষাত।”

এর আগে নতুন মন্ত্রিসভার শপথের জন্য গত ১২ জানুয়ারি বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

এদিকে বুধবার দশম সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগের সংসদীয় দল। দলীয় প্রধান শেখ হাসিনার সভপতিত্বে ওই বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন দেয়ার কথা।

নতুন সংসদের স্পিকার পদে আগের সংসদের কর্তৃত্বে থাকা শিরীন শারমিন চৌধুরীকেই দেখা যেতে পারে বলে ইংগিত পাওয়া গেছে।

শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনের উপ নির্বাচনে মঙ্গলবারই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  

ফলে নির্বাচিত সংসদ সদস্য হয়েই বুধবার তিনি দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবেন; পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।  

আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার হিসাবে সংসদের কর্তৃত্বে আসেন। 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।