আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গভবনে বিএনপির সাংসদরা

বিকাল তিনটা ২৮ মিনিটে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সংসদ সদস্যরা বঙ্গভবনের প্রধান ফটকে ঢুকেন। রাজউক অ্যাভিনিউর কাছে নিজেদের গাড়ি রেখে তারা সেখান থেকে হেঁটেই বঙ্গভবনে যান।
বিকাল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাতের সময় নির্ধারিত আছে।
‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে দাবি করে এই বিষয়ে প্রতিকার

চাইতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেছেন দলীয় সাংসদরা।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে পুলিশি কড়াকড়ির বিষয়ে জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন তারা।
এই প্রতিনিধিদলে সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ, নিলোফার চৌধুরী মনি, রেহানা আক্তার রানু, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও রাশেদা বেগম হীরা রয়েছেন।
বৃহস্পতিবার একই বিষয়ে এই দলটি সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ চেয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।