আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গভবনে সিইসি

নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিককে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।
বঙ্গভবনে যাওয়ার আগে আবদুল মোবারক সাংবাদিকদের বলেন, “আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি অবহিত করব রাষ্ট্রপতিকে। ”
নির্বাচন কমিশনার জাবেদ আলী দেশের বাইরে থাকায় তিনি ইসির এই প্রতিনিধি দলে নেই।
সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য চলতি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন।
সিইসি কাজী রকিব এর আগে জানিয়েছেন, পর্যাপ্ত সময় রেখেই ভোটের তফসিল ঘোষণা করা হবে।


সংবিধানের নিয়ম অনুযায়ী, নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দেবেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং ভোট হবে।
গত ২৪ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন, মেয়াদপূর্তির আগে শেষ নব্বই দিনের মধ্যে নির্বাচন করার জন্য মহাজোটসহ সবার সঙ্গে পরামর্শ করে তিনি ‘যথাসময়ে’ রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দেবেন।
সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। পরদিন আটজন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী সর্বদলীয় মন্ত্রিসভায় শপথ নেন।


সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।