রাজনৈতিক উত্তুঙ্গ পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর জাপা মহাসচিব বঙ্গভবনে যান।
তবে এই বৈঠকে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি জানিয়ে হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।
“আমি তার স্বাস্থ্যের খবর নিতে গিয়েছিলাম। তাছাড়া তিনি আমার আত্মীয়ও হন। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।
”
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ আগে বলেছিলেন, তার দলের মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন। পরে সিদ্ধান্ত বদলের কথা জানালেও বঙ্গভবনে আকস্মিক জাপা মহাসচিবের উপস্থিতি সাংবাদিকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
তবে নির্বাচনকালীন সরকারের বিমানমন্ত্রী হাওলাদার বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতে পদত্যাগপত্র দেয়ার কোনো বিষয় ছিল না।
পদত্যাগের সিদ্ধান্তে জাতীয় পার্টি অনড় রয়েছে জানিয়ে তিনি বলেন, পদত্যাগপত্রগুলো ডাকযোগে পাঠিয়ে দেয়া হচ্ছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পার্টির মন্ত্রীরা যাচ্ছেন কি না- জানতে চাইলে হাওলাদার বলেন, তারা যাচ্ছেন না।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেও গত সপ্তাহে এরশাদ নাটকীয় এক ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর মধ্যে মহাজোট ছাড়ার পর নির্বাচনকালীন সরকার থেকেও দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন এরশাদ।
তবে চার দিনেও ওই নির্দেশ বাস্তবায়ন হয়নি। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টির নেতাদের বৈঠক করতেও দেখা গেছে। মন্ত্রীদের কেউ জাতীয় পতাকাসহ গাড়ি ব্যবহার করলেও কেউ আবার করছেন না।
এরশাদ বলে আসছেন, তফসিল পরিবর্তন এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচনে যাবে না তার দল।
মহাসচিব হাওলাদার জানান, জাতীয় পার্টির যারা মনোনয়নপত্র এখনো প্রত্যাহার করেননি, তাদের তা করতে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান এরশাদ। অনেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।