অনন্ত জলিলের ম্যানেজার এস এম আলী যাকের সজীব গ্লিটজকে জানান, আইটেম সংটিতে বিপাশার পাশাপাশি অনন্ত জলিল ও বর্ষার পারফর্ম করার সম্ভাবনা রয়েছে।
সজীব বলেন, “বিপাশা বসুর সঙ্গে কথা হয়েছিল চলতি বছরের শুরুর দিকে। কয়েকদিনের মধ্যে চারটি গান ও মারামারির দুটি দৃশ্যধারণ করতে থাইল্যান্ড যাচ্ছি আমরা। এখন বিপাশার সম্মতি পেলে তাকে নিয়ে আইটেম সংটির দৃশ্যধারণ করতে চাই সেখানেই। ”
তিনি আরও বলেন, “তার সম্মতি পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।
”
‘মোস্ট ওয়েলকাম টু’-এর আইটেম গানটি তৈরি করেছেন ফুয়াদ আল মোক্তাদির।
‘নিঃস্বার্থ ভালোবাসা’র পর এটি এম এ জলিল অনন্ত পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র এটি। এর প্রায় ৬০ শতাংশ দৃশ্যধারণের কাজ শেষ বলে জানিয়েছেন ম্যানেজার সজীব। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন, সোহেল রানা, চম্পা, দিতি, মিশা সওদাগর, ডন, কাবিলা প্রমুখ।
সজীব আরও জানান, চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য আরেক বলিউডি অভিনেতা জ্যাকি স্রফের শিডিউল নেওয়ার চেষ্টা করেছিলেন তারা।
কিন্তু বেশ কয়েকবারের চেষ্টায় পরিচালক ও শিল্পী পক্ষ নিজেদের মধ্যে শিডিউল মেলাতে ব্যর্থ হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।