আমাদের কথা খুঁজে নিন

   

যুগল আলিঙ্গনে দরবেশ মন বিভ্রান্ত!

ইচ্ছে করে পানকৌড়ির মতন অবেলায় অবহেলায় জীবনটাকে কাটিয়ে দিতে!!
নিঃশ্বাসে কাঁপে মধ্যদুপুরের ঘর্মাক্ত শরীর যুগল আলিঙ্গনে দরবেশ মন বিভ্রান্ত, মৃত্যুমাধু্রী ঠোট সকল নগ্নতা চুষে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে কোমলতা নতজানু রাজকুমারীর ময়ূরীর পালক বসন। তৃষ্ণাতুর ঠোট ভেসে বেড়ায় বুকের জমিনে উপত্যকায় জলজ গভীরে, চোখে ভাসে নর্তকীর ভরাট বুক নিতম্ব সরু কোমর। দীর্ঘ চুম্বনে কামুকতার বৃত্তে সঞ্চিত কামনার আগ্রাসী বিচরণ, আদিম রহস্যে কাঁপে উপত্যকার ঘনঘাস চিত্রিত কার্মিক যোনী। শরীরে শরীরে উষ্ণতা বাড়ে উপোষী ধুলোর মাঝে বৃষ্টি নামে সঙ্গমে মেটে পিপাসার্ত দুপুরের অবিনাশী ক্ষুধা। কবিতাটি 'অবিনাশী ক্ষুধা' নামে আমার প্রথম কাব্যগ্রন্থ "জলজ ছায়ায়" ২০১২ তে প্রকাশিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।