মোটর শ্রমিক ইউনিয়নের চেইন মাস্টার, হত্যা ও আলু চুরি মামলার আসামিদের পদ দিয়ে রংপুর জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ স্বাক্ষরিত কমিটি বুধবার রাতে হাতে পান নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রাশেদুন্নবী জুয়েলকে আহ্বায়ক ও ছয়জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৩৮ সদস্যের যুবলীগের জেলা কমিটি এবং আবুল বাশারকে আহ্বায়ক ও ছয়জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। যুবলীগ নেতা সাঈদ পারভেজ বলেন, জেলা কমিটির জ্যেষ্ঠ আহ্বায়ক ইসমাইল হোসেন সাজু পরিবহন শ্রমিক ইউনিয়নের চেইন মাস্টার। মহানগরের যুগ্ম- আহ্বায়ক আশরাফুল আলম জেলা খাদ্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাজিদ পারভেজ যাদু হত্যা মামলার অভিযোপত্রভুক্ত আসামি। অপরদিকে মহানগর কমিটির আহ্বায়ক আবুল বাশার তার হিমাগারে রাখা কৃষক ও ব্যবসায়ীদের ১৮ লাখ টাকার আলু রাতের অাঁধারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলার আসামি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।