আমার পরিচয় আমার রোজনামচায়।
Z-Bangla আমার বাসায় প্রায় সারাদিনই চলে। ওই চ্যানেলে মেজাজ খারাপ লাগে বলে আমি পড়ে থাকি আমার ল্যাপিকে নিয়ে। আজকে দুপুরে বসে Z-Bangla দেখছিলাম, দেখছিলাম একটা বনেদি ঘরের বিবাহিতা মেয়েকে তার মা (যিনি অঢেল সম্পত্তির মালিক) মেয়েটির স্বামী (ব্যাটা মধ্যবিত্ত) থাকা স্বত্তেও আর একটি তিন/চার মাসের বাচ্চা থাকা স্বত্তেও আবার একটা ছেলের সাথে বিয়ে দেবেন যে ছেলেটি জেল খাটা আসামী, ওই মহিলার বড় ছেলেকে হত্যা করে সে জেলে গিয়েছিল, এবং ছোট ছেলের দ্বিতীয় স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে। আমি মনে হয় GMAT এ এরকম কোনো ক্রিটিক্যাল রিজনিং করি নাই আর এরকম সুপার পার্ভার্সন ও দেখি নাই।
আমি আহ্বান জানাই আমার ফ্রেন্ড লিস্টের সকলকে যার যার পেশাগত দিক থেকে এই নাটকের ডাইরেক্টর সম্পর্কে আপনার অভিমত (পেশাগত দিক থেকে কমেন্ট চাই - সাধারণ দর্শক হিসেবে নয়)।
তবে তার আগে 'আমি দার্শনিক' কিছু বলে যাই - একটা বিষয় পরিস্কার হলাম যে সুশিক্ষিত লোকের আসে পাশে অল্প বিদ্যান লোক বেশী থাকে। অল্পবিদ্যার লোকের পক্ষে যেকোন ক্রাইম করা ব্যাপার না - যে কোন নীতি নেয়া ব্যাপার না - যে কোন স্টাটাস ও ব্যাপার না।
আপনি কিভাবে বুঝবেন - অল্প বিদ্যা ভয়ংকরী? একটা ব্যাপার খেয়াল করবেন, সুশিক্ষিত ও অশিক্ষিত লোকের মিল হল তারা যথেষ্ট বিনয়ী ও নিরহংকারী। কিন্তু অল্পবিদ্যানের বিনয়ের যথেষ্ট অভাব ও অহংকার করাই স্বভাব।
আমি আপনাদের অল্পবিদ্যা ভয়ংকরী একটা মিটার দেখাই (মিটার টা ফেয়ার এন্ড লাভলী এর স্কিন টোন মিটারের সাথে মিলে যায় কিছু কিছু ) -
অল্পবিদ্যা ভয়ংকরী মিটার
-১২ (অশিক্ষিত) ---->--------> [O](অমানুষ) -- অমানুষ
খ। অমানুষ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।