আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে দেরি হলে লাভ হাসিনার: খালেদাকে বিএনএফ

তা না হলে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার থাকা দীর্ঘায়িত হবে বলেও প্রধান বিরোধী দলকে মনে করিয়ে দিয়েছেন বিএনপির সমালোচনার মুখে থাকা দলটির প্রধান।
বিএনএফের সভাপতি শনিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে দেরি হলে শেখ হাসিনার মসনদ দীর্ঘায়িত হবে। ”
বিএনপির আপত্তির মুখে নির্বাচন কমিশন সম্প্রতি বিএনএফকে নিবন্ধন দিয়েছে, যারা জিয়াউর রহমানের আদর্শ ধারণের কথা বলে আসছে। বিএনপি নেতাদের দাবি, বিএনএফ গঠন বিএনপির বিরুদ্ধে সরকারের ‘ষড়যন্ত্রের’ একটি অংশ।
বিএনপির বয়কটের হুমকির মধ্যেই আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন আবুল কালাম।


“দেশে নির্বাচন এবং নির্বাচনের বিকল্প নেই। আমরা তাই নির্বাচনে যাবে। ”
তবে তফসিল ঘোষণা আরেকটু পরে করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচন নির্বিঘ্ন করতে দুই নেত্রীকে সমঝোতার আহ্বান জানিয়ে বিএনএফ প্রধান বলেন, “আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা দুই জোটের কাছে প্রস্তাব করছি, সমঝোতার জন্য আমরা বিরোধীদলীয় নেত্রী এবং একইসঙ্গে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই।
“আমরা সমঝোতার উদ্যোগ গ্রহণে প্রস্তত আছি এবং দুই জোটের মধ্যে সমঝোতা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


প্রথম সংবাদ সম্মেলনেই বহিষ্কার
গত ১৮ নভেম্বর  নিবন্ধন পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই হট্টগোলের পর এক নেতাকে বহিষ্কার করেছেন বিএনএফ প্রধান আবুল কালাম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের শুরুতেই নাম ঘোষণা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা।
বিএনএফের আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন খান মজলিসের নাম কয়েকজনের পরে ঘোষণা হলে এ নিয়ে হৈ চৈ শুরু করে তার সমর্থকরা।
এসময় আবুল কালাম আজাদ মাইকে ঘোষণা করেন, “পার্টির প্রধান হিসেবে আপনাকে সংবাদস্থল থেকে বের হতে বলছি। ”
মজলিস চেয়ার ছাড়তে না চাইলে আবুল কালামের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে সম্মেলন কক্ষ থেকে বের করে দেন।


এরপর সভাপতি কালাম মাইকে ঘোষণা করেন, “আপনাকে পার্টির কমিটি থেকে বহিষ্কার করা হল। একই সাথে প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল। ”
কেউ মজলিসের পক্ষে সুপারিশ করে তাহলে তাকেও দল থেকে বহিষ্কারের হুমকি দেন তিনি।
মজলিস ‘নাজমুল হুদার লোক’ বলে সাংবাদিকদের জানান বিএনএফ সভাপতি।
বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা বিএনএফ গঠনের সময় এর প্রধানের দায়িত্বে ছিলেন।

এরপর নাজমুল হুদা বিএনএফ ‘বিলুপ্তির’ ঘোষণা দিলে উল্টো তাকে বহিষ্কার করেন কালাম।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.