আমাদের কথা খুঁজে নিন

   

‘নির্বাচনে অংশ নিলে গণ দুশমন হবে’

শনিবার চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করে নীল নকশার নির্বাচন করার চেষ্টা করছে। বিএনপি সাধারণ জনগণকে নিয়ে তা প্রতিহত করবে।”
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন প্রতিহত করতে ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে।
সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলনে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। 
সাবেক মন্ত্রী নোমান বলেন, “নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি যেসব কর্মকর্তা নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকবে তারাও ‘গণ দুশমন’ হিসেবে চিহ্নিত হবে। সামাজিক ও রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করা হবে।” 
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে  দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এমএ সবুর, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী, আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.