১৩ ম্যাচে ইন্টারের এটি পঞ্চম ড্র। তারা জিতেছে সাতটি আর হেরেছে একটিতে।
ম্যাচশেষে মূল্যবান দুই পয়েন্ট হারানোর হতাশা ইন্টারকে ঘিরে রাখলেও খেলার শুরুতে কিন্তু পিছিয়ে পড়েছিল তারাই। ১২ মিনিটে বোলোনিয়ার গ্রিসের মিডফিল্ডার পানাইয়োতিস কোনের গোলে পিছিয়ে পড়ে ১৮ বার সেরি আ চ্যাম্পিয়ন ইন্টার।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে ইন্টার সমতায় ফেরে ৫১ মিনিটে।
কলম্বিয়ার মিডফিল্ডার ফ্রেডি গুয়ারিনের পাস থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ডিফেন্ডার জোনাথন সিসেরো।
২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মিলান। সমান খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে জুভেন্টাস। রোববার এর আগের ম্যাচে টানা পঞ্চম ম্যাচ জিতে বর্তমান চ্যাম্পিয়নরা। লিভোরনোর মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফিরে তারা।
এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট (৩২) সোমবার মুখোমুখি হবে কাইলিয়ারির।
এছাড়া রোববার উদিনেসে ১-০ গোলে ফিওরেন্তিনাকে, সাসসুয়োলো ২-০ গোলে আতালান্তাকে এবং তুরিনো ৪-১ গোলে কাতানিয়াকে হারিয়েছে। লাৎসিও-সাম্পদোরিয়া ম্যাচটি ১-১ গেলে ড্র হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।