বিশ্বের চতুর্থ তেল উত্তোলনকারী দেশ ইরান। কিন্তু কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার করণে ইরানের পক্ষে তেল রপ্তানি করা বেশ কঠিন হয়ে পড়েছিল।
যদিও আগামী ছয় মাস ইরানকে তাদের তেল বিক্রয় বাড়ানোর অনুমতি দেয়া হবে না। তবে এই চুক্তি অন্যতম তেল উৎপাদনকারী এলাকা মধ্যপ্রাচ্যের উত্তেজনা অনেকটাই প্রশমিত করবে।
সোমবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ কমে গেছে।
এ ব্যাপারে বারাট’স বুলেটিনের প্রধান অর্থনীতিবিদ জনাথন বারাট বিবিসিকে বলেন, “সেখানে অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে যেগুলো সহজ করা হয়েছে। এর ফলে ধীরে ধীরে ইরান আবারও আন্তর্জাতিক অর্থনীতিতে প্রবেশ করতে পারবে। “
“এবং তেলের ক্ষেত্রে, আর মাত্র ছয় মাস অপেক্ষা করতে হবে। যদি এই সময়ের মধ্যে ইরান সবগুলো শর্ত মেনে নেয় তবে তারা ভালভাবেই ফিরে আসাতে পারবে,“ বলেন বারাট।
বিশ্বের শক্তিধর দেশগুলোর ধারণা পরমাণু বোমা তৈরির জন্যই ইরান গোপনে তাদের পারমানবিক কার্যক্রম চালাচ্ছে।
যদিও ইরান ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।
তেহরানকে তাদের পরমাণু কার্যক্রমের লাগাম টানতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রসহ শক্তিশালী অর্থনীতির দেশগুলো তাদের ওপর, বিশেষ করে তাদের তেল রপ্তানির ওপর বেশকিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে তেল রপ্তানিনির্ভর অর্থনীতির দেশ ইরান বেশ বেকায়দায় পড়ে যায়।
উভয় পক্ষ একটি সমঝোতার পথে অগ্রসর হওয়ায় আশা করা হচ্ছে দীর্ঘ মেয়াদে এমন একটি চুক্তি হবে যাতে ইরান অবশেষে তাদের তেল রপ্তানি বাড়ানোর অনুমতি পাবে।
কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম তাদের পরিবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।