আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের পিটুনিতে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ হেফাজতে জাকির (২২) নামে এক আসামির শনিবার রাতে রহস্যজনক মৃত্যু হয়েছে। জাকির উপজেলার চরপ্রাগপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। পরিবারের দাবি, পুলিশের পিটুনিতে তিনি মারা গেছেন। পুলিশ বলছে, মাদকাসক্তের কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।

দৌলতপুর থানার ওসি জানান, জাকির একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার রাত ১০টার দিকে থানাহাজতে জাকির অসুস্থ হয়ে পড়লে তাকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকিরের ভাই মুস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারের সময় পরিবারের সদস্যদের সামনেই এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স জাকিরকে বেধড়ক মারধর করেন। জাকিরের মা রোকেয়া বেগম বলেন, শনিবার দুপুরের পর তিনি ছেলেকে দেখতে দৌলতপুর থানায় যান। সে সময় জাকির তাকে জানান, পুলিশ তাকে রাতে আরও মারধর করেছে। এ সময় জাকির তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করার জন্য মাকে অনুরোধ করেন। রাতে স্থানীয় মুকুল মাস্টার ও তাহাজ মেম্বার এসে রোকেয়া বেগমকে থানায় নিয়ে যান।

তারা জানান, জাকির অসুস্থ তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। পরে হাসপাতালে ভর্তির নাম করে ওই দুজনের সহায়তায় রোকেয়া বেগমের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরই রোকেয়াকে জানানো হয় তার ছেলে মারা গেছে। রোকেয়ার দাবি, পুলিশি নির্যাতনেই তার ছেলে মারা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.