আমাদের কথা খুঁজে নিন

   

কবি মাহবুব উল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকù

একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ৮০ বছর বয়সে ২০০৭ সালের ২৩ ডিসেম্বর তিনি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের গহিরার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ১৯৪২ সালে মাত্র ১৫ বছর বয়সে ভারত-ছাড়ো আন্দোলনে যোগ দেন।

১৯৫১ সালে পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম সাংস্কৃতিক সম্মেলনের অন্যতম প্রধান উদ্যোক্তাও ছিলেন কবি মাহবুব উল আলম চৌধুরী। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও যাবতীয় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় মাহবুব উল আলম চৌধুরী কবিতা, নাটক, প্রবন্ধ, সাহিত্যের প্রায় সব শাখায় সক্রিয় ছিলেন। ১৯৪৭ সালে রচিত তার 'বিপ্লব' নামের বইটি তৎকালীন সরকার বাজেয়াপ্ত করে। ১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.