আমাদের কথা খুঁজে নিন

   

আবারো বাসেলে পরাভূত চেলসি

প্রথম লেগে বাসেলের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ডের দলটি। ‘ই’ গ্রুপের অপর খেলায় রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জার্মানির শালকে জিরো ফোর। ফলে হেরে গিয়েও শেষ ষোলো নিশ্চিত হয়েছে চেলসির। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বাসেলের আক্রমণ রুখতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির রক্ষণভাগ। প্রথম ২৫ মিনিটে মোট ছয়বার স্বাগতিকদের দুর্গে আক্রমণ করে সুইস দলটি, যার পাঁচটিই ছিল সঠিক লক্ষ্যে।

অন্যদিকে, ঐ সময়ে বলার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি মরিনিয়োর দল। দ্বিতীয়ার্ধেও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু গোলের দেখা আর মিলছিল না। অবশেষে নির্ধারিত সময় শেষের তিন মিনিট বাকি থাকতে চেলসির জালে বল পাঠান মিশরের স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ। এই জয়ের ফলে ইংল্যান্ডের দলগুলোর বিপক্ষে সাফল্যমণ্ডিত এক পথচলা অব্যাহত রাখলো বাসেল।

ইংলিশ দলের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে তারা হারেনি। ‘ই’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে চেলসি। দুই ও তিন নম্বরের দল বাসেল ও শালকের পয়েন্ট যথাক্রমে ৮ ও ৭। এ দুটো দলের মধ্যে শেষ রাউন্ডের খেলার ড্র হলে বাসেল উঠে যাবে নক-আউট পর্বে, শালকেকে জিততেই হবে। চতুর্থ স্থানে থাকা বুখারেস্টের পয়েন্ট ৩।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।