আমাদের কথা খুঁজে নিন

   

মেশিন চলপে- এই নিরীহ মন্তব্যটির জন্য প্রথমবার ব্লক খাইলাম! মিষ্টি নামাইয়া খান

মেশিন চলপে!!! ---- এই নিরীহ এক খানি মন্তব্য করিয়া আমি আমার অল্প কয়েকদিনের ব্লগ জীবনে এ পত্থুম বার ব্লক খাইলাম! সবাই কত ব্লক খাইত, বড় গলায় কত সুন্দর করিয়া বলিত, পুস্ট প্রসব করিত,আমারও বড় সাধ জাগিত ব্লক খাইবার!!! এইবার আমিও ব্লক খাইলাম। কি যে ভালো লাগছে!! মহান সাইদী সাহেবের সাথে অন্তরঙ্গ (!! ) সময় কাটানর দাবী জানানো জনৈক ব্লগার ভাই সাইদী সাহেবের চরিত্র উদ্ধারের মিশনে এক খানি মহতী পোষ্ট নিক্ষেপ করিয়াছেন। সাইদী ভক্তগন তাহাদিগের পিতার চরিত্র উদ্ধারের চ্যালেঞ্জে নামিয়া তাহাদের সকলের পিতা, আম্রিকার বলদ প্রেসিডেন্ট হিসেবে যিনি নিজেকে ইতিহাসের পাতায় নাম অক্ষয় করিয়াছেন, সেই জর্জ বুশের কণ্ঠস্বর কে নকল করিয়াছেন। কোন বিতর্কে না গিয়া শুধু মাত্র ব্যক্তি নির্বাচনকেই বলিতেছি-- হ্যাটস অফ ব্রো - জগতে কত মানুষই না ছিল?! তাই বলে জর্জ বুশ!!!! যাই হোক মেশিন চলপে - ইহা আমার দৃষ্টিতে অত্যন্ত নিরীহ একখানি মন্তব্য। মেশিন বন্ধ হইলেই বিরাট সর্বনাশ। পিসি চলিবে না, ফেবু ব্লগ বন্ধ!!!! এইটুকু ভাবিয়েই তো হাত পা ঠান্ডা হৈ যাইতেসে! মেশিন চল্পে- এই কথাটার জন্য আমাকে কেনু ব্লক মারিল? বিচার চাই- যদিও বিচার করিবার কেহই নাই। সবাই গুগল থিকা পছন্দ মত মিষ্টি নামাইয়া খাইয়া লন। আজ আমি ব্লক খাইয়াছি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.