গ্রুপের অপর খেলায় সিএসকেএ মস্কোকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ।
বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটি দুই ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় বুধবার রাতে ‘ডি’ গ্রুপের খেলা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। প্রথম লেগে নিজেদের মাঠে ম্যান সিটির কাছে সহজেই ৩-০ গোলে হারা প্লজেনের কাছ থেকে ইতিহাদ স্টেডিয়ামে খুব একটা প্রতিরোধও কেউ আশা করেনি।
গত রোববারই টটেনহ্যাম হটস্পারকে (৬-০) উড়িয়ে দেয়া ম্যান সিটি বুধবার প্রথম ২৪ মিনিটে অন্তত চারটি সহজ সুযোগ হাতছাড়া করে। অষ্টম মিনিটে এদিন জেকো, ১৪ ও ১৭ মিনিটে সামির নাসরি এবং ২৪ মিনিটে সার্হিও অ্যাগুয়েরো দলকে হতাশ করেন।
নাসরির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বারে লেগে।
২৭ ও ৩১ মিনিটে অতিথিদের দুটি সুবর্ণ সুযোগ অল্পের জন্য হাতছাড়া হলে বেঁচে যায় ম্যান সিটি। ৩১ মিনিটে অ্যাগুয়েরোর ক্রস রাইতোরালের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। আর্জেন্টিনার এই তারকার সফল পেনাল্টি এগিয়ে নেয় স্বাগতিকদের।
৪৩ মিনিটে টমাস হোরাভার দুর্দান্ত গোল খেলায় ১-১ সমতা ফেরায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি সুযোগ নষ্ট করার পর ৬৫ মিনিটে নাসরির লক্ষ্যভেদ ২-১ গোলে এগিয়ে নেয় ম্যান সিটিকে। ইয়াইয়া তোরের পাস থেকে হেসুস নাভাসের ক্রস থেকে বল জালে জড়াতে ভুল হয়নি ফরাসি তারকার।
সমতা ফেরাতে দুই মিনিটের বেশি সময় নেয়নি প্লজেন। স্তানিস্লাভ তেলকের বুলেটগতির শট ফেরানোর কোনো সুযোগ ছিল না ম্যান সিটি গোলরক্ষক জো হার্টের।
৭৮ মিনিটে আলভারো নেগ্রেদোর সৌজন্যে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ম্যান সিটি।
এবার আর গোল পরিশোধ করা হয়নি অতিথিদের। বরং ৮৯ মিনিটে এদিন জেকোর লক্ষ্যভেদ স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করে।
৫ খেলায় বায়ার্নের পয়েন্ট ১৫, সমান খেলায় ম্যান সিটির ৯। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিএসকেএ মস্কো। পাঁচ ম্যাচেই হারা প্লজেনের পয়েন্ট শূন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।