এছাড়া রাজধানীর মিরপুরে বোমা ফাটিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে যুবদলকর্মীরা।
রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর নয়াবাজারে হাতবোমা ফাটিয়ে চালককে থামিয়ে অবরোধকারীরা একটি বাসে আগুন দেয়।
লালবাগ পুলিশের এডিসি আবদুস সালাম জানান, মালিটোলার শহীদ নজরুল ইসলাম সরণিতে সদরঘাট থেকে গাবতলীগামী বাসটি এই নাশকতার শিকার হয়।
বাসের চালক বাবলু (২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়াবাজার পার হওয়ার পরপরই একদল যুবক গাড়ির সামনে আট-দশটি হাতবোমা ফাটায়। এতে তিনি গাড়ি থামাতে বাধ্য হন।
এরপর কয়েকজন এসে চালকের পাশের জানালা দিয়ে বাবলুকে মারধর শুরু করে এবং তিনি উঠে দাঁড়িয়ে পেছনে বাসে আগুন জ্বলতে দেখতে পান।
বাসে থাকা সাত-আটজন যাত্রী এ সময় জানালা দিয়ে নেমে যায় বলে জানান বাবলু।
ওই সড়কেই দাঁড়িয়ে থাকা ঠেলাচালক রহিম জানান, হঠাৎ ককটেল ফাটতে শুরু করে এবং বাসটিকে আগুন দেখা যায়। এ সময় তার ঠেলা গাড়িতেও পেট্রোল বোমা মারে একদল যুবক। এতে তার ঠেলাগাড়িও পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে শুরু করলে গজ বিশেক দূরে আবারো কয়েকটি হাতবোমা ফাটানো হয় বলে পুলিশের এডিসি আবদুস সালাম জানান।
সকাল ৭টার দিকে পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় হামলার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, ডেমরা থেকে ডিএনভি ক্লোথিং লিমিটেডের শ্রমিকদের নিয়ে ইপিজেডে যাচ্ছিল বাসটি। নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সাইলো এলাকায় কয়েকজন যুবক বাসটি থামায় এবং গাড়িতে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন বলে জানান ওসি।
এছাড়া রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়া হয় বরে প্রত্যক্ষদর্শীরা জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।