অবরোধ চলাকালে শনিবার গভীর রাতে রাজশাহীতে ট্রেনের লাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ১৮ দলের ৭২ ঘণ্টার টানা অবরোধের অংশ হিসাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
রাজশাহী ট্রেন নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত একটা পাঁচ মিনিটে রাজশাহী স্টেশন ছাড়ে। রাত পৌনে দুইটার দিকে ট্রেনটি নন্দনগাছী ও সারদা স্টেশনের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি রেল লাইনের পাশে পড়ে যায়। দুর্বৃত্তরা রেল লাইন উপড়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।