আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুকূপ এড়াতে চায় ইংল্যান্ড

স্বাগতিক ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, উরুগুয়ে এবং কলম্বিয়ার মতো দলের বিপক্ষে ড্রয়ে অংশ নিতে হবে ইংল্যান্ডকে। ইংলিশরা আছে চার নম্বর পটে। এক নম্বর পটে আছে বাকিরা। এই দলগুলোর যে কোনো একটার সঙ্গে গ্রুপ পর্বে খেলতে হলে বিপদেই পড়বে ইংল্যান্ড। তৃতীয় দল হিসেবে তিন ও চার নম্বর পট থেকে শক্তিশালী কোনো দল এলেই ইংল্যান্ডের গ্রুপ পরিণত হবে মৃত্যুকূপে! দুই নম্বর পটে ফেবারিটের তালিকায় আছে কেবল মেঙ্েিকা ও যুক্তরাষ্ট্র।

এই পটে থাকা এশিয়ান দলগুলোকে ইংল্যান্ডের তেমন ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু তিন নম্বর পটে ল্যাটিন আমেরিকার চিলি-ইকুয়েডর ছাড়াও রয়েছে আফ্রিকান দলগুলো। ফ্রান্সও এই পটে। এক নম্বর পট থেকে ইংলিশদের সঙ্গে কেউ না থাকলে ফরাসিরা হতে পারে গ্রুপ পর্বে তাদের সঙ্গী। ইংল্যান্ডের গ্রুপটা তো মৃত্যুকূপ হতেই পারে! মৃত্যুকূপে পড়তে পারে নেদারল্যান্ড, ইতালি এবং পর্তুগালও।

তবে ভয়টা বেশি ইংলিশদেরই। বেশ কিছুদিন আগেই কোচ হজসন এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন। গতবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ড্র শেষ করে ডেভিড বেকহ্যাম বলেছিলেন, 'আমাদের গ্রুপটাই সবচেয়ে সহজ হয়েছে। ' ইংল্যান্ড ছাড়া সি গ্রুপে ছিল যুক্তরাষ্ট্র, স্লোভেনিয়া এবং আলজেরিয়া। গ্রুপ পর্ব পাড়ি দিলেও গতবার নকআউট পর্বের প্রথমেই জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের।

এবারে মৃত্যুকূপে পড়লে বিপদেই পড়তে হবে হজসনকে। ১৯৫৮ সালের পর আর কখনোই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি ইংলিশদের!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।