আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার বিভাগীয় কমিশনার ও খুলনার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক মেজবাহউদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেলে ইসি জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০মিনিট আগে খুলনার ডিসিকে বদলির নির্দেশনা পেয়েছি। তবে বিভাগীয় কমিশনারের বিষয়ে এখনো নির্দেশনা হাতে পাইনি।’
এই দুই কর্মকর্তা বর্তমান সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।