আমাদের কথা খুঁজে নিন

   

সূচকের উত্থান অব্যাহত

দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে। লেনদেনের দুই ঘণ্টায় দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। দুপুর সাড়ে ১২টায় ডিএসইতে সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট আর লেনদেন হয়েছে ২৬৫ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর সাড়ে ১২টায় ব্রড ইনডেক্স ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪২৬৫ পয়েন্টে।

এ সময় মোট ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২২১টি, কমেছে ৩৩টি আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৭০ লাখ টাকার।

লেনদেনের দুই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৩৩৬ পয়েন্টে। এ সময় মোট ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এর মধ্যে বেড়েছে ১৬০টির, কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ১৫ লাখ টাকার।

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৫০ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৪৭ কোটি ৮৫ লাখ টাকার।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.