ভাল আছি
লেনদেনের দুই ঘন্টায়ও সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে লেনদেন রয়েছে উত্থান গতিতে। দুপুর সাড়ে বারোটায় ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৩ পয়েন্টে। এ সময় মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টি, কমেছে ৬৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৪০ লাখ টাকার।
দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪২১ পয়েন্টে।
এ সময় মোট ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।