আমাদের কথা খুঁজে নিন

   

সূচকের উত্থানে চলছে লেনদেন

লেনদেনের দুই ঘণ্টা বাদে সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণেও লেনদেন রয়েছে উত্থান গতিতে। দুপুর সাড়ে বারোটায় ডিএসইতে সূচক বেড়েছে ২৯ পয়েন্ট আর সিএসইতে সূচক বেড়েছে ৫৫ পয়েণ্ট। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৩১৮ পয়েন্টে। এ সময় মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টি, কমেছে ৫১টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৮০ লাখ টাকার।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৪৬৯ পয়েন্টে।

এ সময় মোট ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫০ লাখ টাকার।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.