আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, খুলনায় জেলা প্রশাসক

নির্বাচন কমিশনের নির্দেশে ঢাকা বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দীনকে বদলি করা হয়েছে। ওই পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত স্বাস্থ্য সচিব জিল্লার রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার এবং আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্পের উপপরিচালক হানিফ মাহমুদকে খুলনার জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করে।

আদেশে বলা হয়, শামসুদ্দিন আজাদ চৌধুরীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।