আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আমলা-ক্লার্ক-এন্ডারসন

আইসিসির শীর্ষ ‍অ্যাওয়ার্ডের জন্য এ বছর সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও ইংল্যান্ডের জেমস এন্ডারসন। আজ মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এই খবর জানিয়েছে।

এই তিন তারকা ক্রিকেটার 'বর্ষসেরা ক্রিকেটার' ও 'বর্ষসেরা টেস্ট খেলোয়াড়' দ‍ুই ক্যাট‍াগরির সংক্ষিপ্ত তালিকাতেই নাম লিখিয়েছেন।

বর্ষসেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড 'স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি' পাওয়ার দৌড়ে আরও আছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি আছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকাতেও। বর্ষসেরা দলে না থাক‍া একমাত্র খেলোয়াড় হিসেবে এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।

বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় আছেন ট্রেন্ট বোল্ট, চেতেশ্বর পুজারা, জো রুট ও মিচেল স্টার্ক।

উল্লেখ্য, এই অ্যাওয়ার্ডের যোগ্য হতে হলে পারফরমেন্সের সময়সীমার মধ্যে প্রার্থীর বয়স ২৬ বছরের কম হতে হবে, খেলতে হবে পাঁচটি টেস্ট বা ১০টি ওয়ানডে বা পাঁচটি টি-টোয়েন্টিরও কম ম্যাচ। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.