সিরিয়াস ব্লগিং এর সময় নাই
আমাদের বাসার অদুরে চা বাগানের কোল ঘেঁষে ছবির মত সুন্দর এক হাসপাতাল আছে ...বিশেষ করে চা শ্রমিকদের চিকিৎসা করার জন্য ... ক্যামেলিয়া হাসপাতাল ...
একবার সেই হাসপাতালে ডিওয়ারমিং নিয়ে রিসার্চ করার জন্য নেদারল্যান্ড থেকে তিন জন ডাক্তার আসল ... উনারা এসে হাসপাতালের এক পিয়ন কে নিয়োগ করল stool sample সংগ্রহ করার জন্য ... ওই পিয়ন এর কাজ ছিল প্রতিদিন ১০০ টি করে stool sample কালেক্ট করার কন্টেইনার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা ... এবং পরদিন সকাল বেলা হাসপাতালে আসার আগে ওই কন্টেইনার গুলো সংগ্রহ করে নিয়ে আসা ...
এইভাবে তিন ককেশীয় বিশেষজ্ঞের গবেষণা তুমুল গতিতে এগিয়ে যেতে লাগল ... কিন্তুক হায় ... তিন দিন যেতে না যেতেই ... তারা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখিন হল ... তাদের গবেষণা এক গোলক ধাঁধায় আবর্তিত হতে লাগলো ... তারা অবাক হয়ে লক্ষ করল তাদের প্রত্যেক স্যাম্পল হুবহু একই রেজাল্ট দিচ্ছে ... যেমন, শনিবারের ১০০ টি স্যাম্পলের রেজাল্ট হুবহু এক ... রবিবারের ও তাই ... সোমবারের ও ...
তো এই ভয়াবহ রহস্যের কুল কিনারা করতে না পেরে উনারা স্থানীয় এক ডাক্তারের শরণাপন্ন হল ... সব কথা শুনে ডাক্তার সাহেব মুচকি হাসলেন ... বললেন ... 'ডউন্ট ইউ ওরি মাদাম ... আই উইল হেল্প ইউ এন্ড সলভ ইউর প্রবলেম' ...
তারপর ডাক্তার সাহেব পিয়ন কে ডেকে পাঠালেন ... ১০০ খানা কন্টেইনার দিয়ে বললেন , 'যাও কন্টেইনার গুলো দিয়ে এস ... আজ আরও কিছু কাজ আছে ... বাড়ি একটু পরে যেও ... ' পিয়ন খুশি মনে কন্টেইনার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে ফিরে আসল ... অতঃপর ডাক্তার সাহেব তাকে এক রুমে নিয়ে তালা বন্ধ করলেন ... বললেন , ' চিন্তার কিছু নেই বাপু ... কাল একটু সকাল সকাল তোমাকে নিয়ে স্যাম্পল কালেকশনে যাব।'
পরদিন ভোর বেলা সবাই যখন পিয়ন কে নিয়ে স্যাম্পল কালেকশনে যাবার জন্য তৈরি হল তখন দৌড়ে এসে পিয়ন ডাক্তার সাহেবের পায়ে লুটিয়ে পড়ল ...
" আমারে মাপ করি দিলাইন সাব ... কেউ গুয়ের শেম্পল দিত রাজি অয় না সাব ... অখন আমি কিতা করতাম সাব ... নিজেউ হাগিয়া ১০০ টা শেম্পল বানাইয়া প্রতিদিন লইয়া আইতাম সাব ... আমারে মাপ করি দিলাইন সাব "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।