আমাদের কথা খুঁজে নিন

   

বিভাগীয় শহর সিলেটে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করছে ‘চলচ্চিত্র পাঠচক্র ২০১২’

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র উদ্যোগে বিভাগীয় শহর সিলেটে তিন মাসব্যাপি 'চলচ্চিত্র পাঠচক্র' আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছিল বেশ কিছু দিন থেকেই। আমরা চেষ্টা করছিলাম আয়োজনটি যেন সব অর্থেই কার্যকর একটি চলচ্চিত্র পাঠচক্রে রূপলাভ করতে পারে। যা যে কোনো শহরে চলচ্চিত্র-সংস্কৃতিচর্চার জন্য খুব গুরুত্বপূর্ন কর্মসূচি। আনন্দের বিষয় হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমী কেন্দ্রিয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় শহর সিলেটে প্রথমবারের মত এই আয়োজনটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সাথে যৌথভাবে বাস্তবায়ন করবে। আর তাই এই কর্মসূচিটি সপ্তাহের শুক্রবার সারাদিন (সকাল ১০টা থেকে রাত ৮টা) এবং শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী, সিলেটে তিনমাস ধরে চলবে। আমরা আশা করছি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র যৌথ আয়োজনে ‘চলচ্চিত্র পাঠচক্র ২০১২’ সিলেটে অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারব। এই আয়োজনে অংশগ্রহণে আগ্রহীদের ‘চলচ্চিত্র পাঠচক্র ২০১২’ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি শীঘ্রই জানাতে পারব বলে মনে করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.