ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ।
ঢাকায় অবস্থানকালে সুজাতা সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। আজ সন্ধ্যায় কয়েকটি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার সকালেসুজাতা সিং ঢাকা ছাড়বেন।
উল্লেখ্য, গত ১ আগস্ট সুজাতা সিং পররাষ্ট্র সচিবের দায়িত্বভার গ্রহণের পর এটাই তার বাংলাদেশে প্রথম সফর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।