আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিজ অ্যালায়েন্সে এয়ারটেল

বিশ্বের ১৪ টি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ব্রিজ অ্যালায়েন্স’-এ যোগ দিচ্ছে ভারতী এয়ারটেল। ৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজ অ্যালায়েন্সে সরাসরি যুক্ত হচ্ছে এয়ারটেল আফ্রিকা। এই সংগঠনে যোগ দেওয়ার ফলে ব্রিজ অ্যালায়েন্সের এন্টারপ্রাইজ ও রোমিং সেবার সুবিধা গ্রহণ করতে পারবে এয়ারটেল। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০ টি দেশে কার্যক্রম রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়া দিল্লিতে অবস্থিত। এয়ারটেল আফ্রিকার প্রধান
বিপণনকারী কর্মকর্তা আন্দ্রে বেয়রস জানিয়েছেন, এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সেবা দিতে এই সংগঠনে যুক্ত হয়েছে এয়ারটেল। এর ফলে এয়ারটেল আফ্রিকার গ্রাহকরা এশিয়ার দেশগুলো সহ অন্যান্য দেশে অত্যাধুনিক রোমিং সেবা উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, ব্রিজ অ্যালায়েন্স হচ্ছে ১৪টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের একটি সংগঠন। এর সদস্যরা হচ্ছে এয়ারটেল (ভারত ও বাংলাদেশ), এআইএস (থাইল্যান্ড), সিএসএল (হংকং), সিটিএম (ম্যাকাও), গ্লোব টেলিকম (ফিলিপাইন), ম্যাক্সিস (মালয়েশিয়া), মোবিফোন (ভিয়েতনাম), সিংটেল মোবাইল (সিঙ্গাপুর), অপটাস মোবাইল (অস্ট্রেলিয়া), এসকে টেলিকম (দক্ষিণ কোরিয়া), তাইওয়ান মোবাইল (তাইওয়ান), টেলকমসেল (তিমুর) এবং টেলকমসেল (ইন্দোনেশিয়া)।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।