আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডন ব্রিজ

পৃথিবীর ইতিহাসে অনেক নান্দনিক, ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার ব্রিজের মতো খ্যাতি আর কোনো ব্রিজের নেই। বছরের পর বছর ধরেই সমগ্র বিশ্বেই আলাদা একটি আবেদন ও আবহ তৈরি করে রেখেছে লন্ডনে অবস্থিত এ ব্রিজটি। ব্রিজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ওপর রয়েছে বিশাল আকৃতির দুটি টাওয়ার।

লন্ডনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এ টাওয়ার ব্রিজ অন্যতম। হাজার হাজার দর্শনার্থী দূর-দূরান্ত থেকে দেখতে আসে এ টাওয়ার ব্রিজ। এ ব্রিজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাঝ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় আকারের কোনো জাহাজ এর নিচ দিয়ে চলে যেতে পারে। টেমস নদীর ওপর অবস্থিত এ ব্রিজটির দৈর্ঘ্য ২৬৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এ ব্রিজটি ১৯৭৩ সালের ১৭ মার্চ সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.