ওয়েবসাইটগুলো নির্মাতাদের অনুমতি ছাড়াই ভিডিওগুলো প্রকাশ করেছিল বলে জানিয়েছে প্যারিসের উচ্চ আদালত।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচটি ফিল্ম কোম্পানি, উদ্যোক্তা আর প্রোডিউসারের দল এই মামলাটি করেছেন ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে।
অন্যান্য আরও ইন্টারনেট সার্ভিসকেও পাইরেটেড সাইটগুলোর লিংক সার্চ রেজাল্ট থেকে সরিয়ে ফেলতে আদেশ দেওয়া হয়েছে। দুবছর ধরে ওয়েবসাইটে স্বত্বাধিকারবিহীন সাইটগুলো প্রচার বন্ধের জন্য মামলা চলছে।
আদালতের রায় অনুযায়ী নির্মাতাদের অনুমতি ছাড়া প্রচারিত স্ট্রিমিং কনটেন্টগুলো ফ্রান্সের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি আইন অমান্য করেছে।
আদলতের নির্দেশ অনুসারে গুগল, মাইক্রোসফট আর ইয়াহুকে এখন এসব পাইরেটেড সাইট যাতে ভবিষ্যতে কেউ খুঁজে না পায়, তার ব্যবস্থা করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।