আসুন, দেখি দুনিয়াতে সবচাইতে বেশি কাজ করে কোন কোন দেশের মানুষ।
উপরের ছবির লোকগুলো স্লোভাক রিপাবলিক এর ।
এরা বছরে গড়ে ১৭৯৪ ঘন্টা কাজ করে।
এরা বছরে গড়ে ১৯০৬৮ মার্কিন ডলার বেতন পায়।
এরা কোন পার্ট টাইম কাজ করেনা।
এটা দক্ষিন আমেরিকার চিকন রাস্ট্র চিলি।
এখানকার শ্রমিকরা বছরে গড়ে ২১০২ ঘন্টা কাজ করে। প্রায় সবাই সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে তবে
১৬% মানুষ সপ্তাহে ৫০ ঘন্টার বেশী কাজ করে।
গড়ে বছরে মাথাপিছু বেতন ১৫,৮২০ মার্কিন ডলার।
এবার দক্ষিন কোরিয়া।
এখানে ৭৫% পুরুষের পাশে ৫৩% মহিলা কাজ করে।
পুরুষরা দৈনিক ৪৫ মিনিট ঘরের কাজ মানে হাড়ি পাতিল সাফাই ঘর দুয়ার সাফ করা এসব করে। অন্যদিকে মহিলারা গড়ে দৈনিক ২২৭ মিনিট ঘর গৃহস্হালীর কাজ করে।
এরা বছরে গড়ে ২০২৯ ঘন্টা কাজ করে।
এরা বছরে গড়ে ৩৫,৪০৬ আমেরিকান ডলার বেতন পায়।
পরিবার পিছু এদের বাচ্চা কম ফলে এরা বেশ আরামে বিলাসী জীবন যাপন করে।
ছবিটা এস্তোনিয়ার।
এদের বেতন কম, বেকার বেশী।
বছরে গড়ে ২০১২ ঘন্টা কাজ করে।
বছরে গড় বেতন ১৭,৩২৩ মার্কিন ডলার।
এবার রাশিয়া।
বছরে ২৮ দিন সবেতন ছুটি, সরকারী ছুটিতো আছেই।
পার্ট টাইম জব নেই।
বছরে গড়ে কাজ করে ২০০২ ঘন্টা।
বছরে গড় বেতন ১৫,২৮৬ মার্কিন ডলার।
পুর্ব ইউরোপের দেশ পোল্যান্ড।
বছরে কাজ করে ১৮৯৩ ঘন্টা।
গড় মাইনে ২০,০৬৯ মার্কিন ডলার।
উপরের এরা আমেরিকান।
এদের ছুটির কোন গ্যারান্টী নেই।
বেতন সহ মেটারনিটি লিভ নেই।
বেতন ছাড়া ১২ সপ্তাহের মেটারনিটি লিভ আছে।
সবেতন সিক লিভ নেই।
বছরে গড়ে এরা ১৭৯৮ ঘন্টা কাজ করে।
বছরে গড়ে এরা ৫৪,৪৫০ মার্কিন ডলার বেতন পায়!
জঙ্গলে কাজ করে যারা আর যারা খনিতে কাজ করে তারা সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করে।
এবার হাঙ্গেরী।
গড়ে বছরে ১৭৯৭ ঘন্টা কাজ করে।
গড়ে প্রত্যেকে মাইনে পায় ১৯,৪৩৭ মার্কিন ডলার।
এবার এল এশিয়ার অর্থনৈতিক দৈত্য জাপান।
বছরে গড়ে কাজ করে ১৭৬৫ ঘন্টা।
বছরে গড়ে মাইনে পায় ৩৫,১৪৩ মার্কিন ডলার।
এদের কাজ করার সময় কমছে।
এবার সবচাইতে বেশী পরিশ্রম করা জাতি
দুনিয়াতে সব চাইতে বেশী কাজ করে মেক্সিকানরা।
বছরে গড়ে ২৩১৭ ঘন্টা কাজ করে।
বছরে মাইনে পায় ৯৮৮৫ মাকিন ডলার।
খবরের উৎস: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।