ভালো থাকার চেষ্টা করি সদা
১
শূন্য আমার
আই কিউ
বলছি তোকে
লাভ ইউ।
২
সকাল-বিকাল
অবরোধ
হয়না তবুও
তোর বোধ।
তাইতো করি পিকেটিং
তোর মনের রাজ্যে
পড়েনা কোনো ইফেক্ট
তোর ডেইলি কার্্যে।
৩
তোর নয়নের গভীরে
হারাই বারেবার
জগৎ-সংসারে এটাই
মধুর হার।
৪
ঠাঁই দিস নাই
তোর মনের পাঁজরে
টেস্ট পাই না
এখন আর গাজরে।
৫
বলতিস যদি ভালোবাসি
কি আর এমন হইতো?
আমার মনের বারান্দায়
দক্ষিণা বাতাস বইতো।
৬
ছুটে আসুক
মেঘদল
ঝরুক একটু
বৃষ্টিজল।
বাড়ুক মায়া
তোর প্রতি
ভালোবাসি ভালোবাসি
লাজুকবতী।
বিঃদ্রঃ ইদানিং মাথায় শব্দ সংকট প্রবল ভাবে অনুভব করছি, ফিলিং ভেরী ভেরী স্যাড
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।