আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে ফের ধানবাহী ট্রাকে আগুন

রাজশাহীতে ফের ধানবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। গতকাল শনিবার রাত ২টার দিকে নগরীর বাইপাস সড়কের আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটিতে দেড়শ মণ ধান ছিলো। এর আগে গত ৩০ নভেম্বর কাটাখালি এলাকায় অবরোধ শুরুর আগেই ধানবাহী চারটি ট্রাক এবং ওষুধবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় অবরোধকারীরা।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, নওগাঁ থেকে ধান নিয়ে ট্রাকটি কুষ্টিয়া যাচ্ছিল।

রাত ২টার দিকে অবরোধকারীরা রাস্তায় কাঠ ফেলে ট্রাকটি থামিয়ে আগুন দেয়। এতে ধানসহ ট্রাকটি পুড়ে য়ায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিলেও ট্রাকে থাকা দেড়শ মণ ধানের বেশীরভাগই পুড়ে যায়।

এদিকে, আজ অবরোধের দ্বিতীয় দিনে পৃথক মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি ও মহানগর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে মনি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে রাজশাহী কলেজে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.