সংগীত ও শিক্ষকতা দুটোই আপনার প্রাণ। এ দুটো বিষয় নিয়ে বর্তমান পথচলার কথা জানতে চাই_
দুটো বিষয় নিয়েই সমৃদ্ধির পথে এগুচ্ছি। চলতি মাসের ২ তারিখে লেকচারার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি। তাছাড়া আমার চতুর্থ অ্যালবাম প্রকাশেরও উদ্যোগ রয়েছে। সব মিলিয়ে রংধনুর সাত রঙে অাঁকা দিনগুলো ক্রমেই উজ্জ্বল হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে পাঠদানে আপনার অনুভূতি কেমন?
বলতে পারেন পরম প্রাপ্তির অনুভূতি। আমার দীর্ঘদিনের একটি সোনালি স্বপ্ন পূর্ণতা পেল। ১১ বছর 'সানি ডেল' স্কুলে শিক্ষকতা করেছি। স্কুল থেকে সরাসরি একেবারে বিশ্ববিদ্যালয়ে। মানে স্বপ্ন এবার প্রজাপতির ডানায় রং ছড়াল।
আমি আনন্দের তুলো মেঘে ভেসে বেড়াচ্ছি। বিশ্ববিদ্যালয়ের 'ড্রামা অ্যান্ড মিউজিক' বিভাগটি নতুন। প্রথম ব্যাচের ক্লাস নিচ্ছি। এমন ভালো লাগার অনুভূতি কেবল তৃপ্তির ঢেঁকুর তুলেই উপভোগ করা যায়। ।
শ্রোতারা শীঘ্রই একটি অ্যালবাম উপহার পেতে যাচ্ছে তাই না?
ইচ্ছে ছিল বছর শেষ হওয়ার আগেই বর্ণিল উপহারে শ্রোতাদের মন রাঙাব। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় উৎসবের সুরটা এখন আর প্রাণে বাজছে না। তাই নতুন বছরের রঙিন দিনের অপেক্ষায় আছি।
ছোট পর্দায় গান নিয়ে আপনার উপস্থিতি দর্শক উপভোগ্য, শীঘ্রই তারা তাদের প্রিয় শিল্পীকে আবার পাচ্ছে?
হ্যাঁ, আজকের সুন্দর সকালে কবিগুরুর দেশের গান নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় হাজির হচ্ছি। অনুষ্ঠানের শিরোনাম 'গানে গানে সকাল শুরু'।
প্রচার হবে সকাল ৭টা ৪৫ মিনিটে।
গান এবং শিক্ষকতার পাশাপাশি নতুন কোনো পরিচয়ে উদ্ভাসিত হচ্ছেন?
কতটা উদ্ভাসিত হয়েছি বা হতে পারব জানি না। তবে সবার মাঝে রবির আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে আমৃত্যু। যৎকিঞ্চিৎ লেখালেখি আত্দস্থ করেছি। এবার তা নিয়ে এগুতে চাই।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ও নৃত্যনাট্য বিষয়ে একটি জার্নাল প্রকাশের উদ্যোগ রয়েছে। কারণ শিল্পীসত্তার পাশাপাশি গবেষণামূলক কিছু কাজ করার ইচ্ছেও অন্তরে ধারণ করে আছি।
আপনার প্রিয় দর্শক-শ্রোতাদের কাছে নিশ্চয়ই কিছু চাওয়ার আছে?
তা তো আছে, তবে অন্য কিছু নয়, শুধুই আশীর্বাদ। শিল্পী হিসেবে সবার উদার ভালোবাসায় আমি আজ ধন্য। এবার শিক্ষক হিসেবে যোগ্যতার পরিচয় দিয়ে যাতে পূর্ণতা পেতে পারি সবার কাছে সেই আশীর্বাদই চাইছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।