আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে প্রশ্ন করো না

পরিবর্তনই চির সত্য-পরিবর্তনই মূলসূত্র

আজাজীল কেন আদমকে সেজদা করেনি? এ প্রশ্নের জবাব হচ্ছে অহংকার অহংকার নামক এবস্ট্রাক্ট কে বানিয়েছে? এটা আমারও প্রশ্ন সুতরাং আজাজীল এবং আদম এর মাঝে অহংকার কি করে এলো? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই আমাকে প্রশ্ন করো না। আদম এবং হাওয়া কেন বেহেস্তে থাকতে পারল না? এ প্রশ্নের জবাব হচ্ছে ইবলিশের প্ররোচনা প্ররোচনা নামক এবস্ট্রাক্ট কে বানিয়েছে? এটা আমরও প্রশ্ন সুতরাং বেহেস্ত এবং দুনিয়া এর মাঝে ইবলিশ এলো কি করে? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই আমাকে প্রশ্ন করো না। কেন দোজখ বানানো হয়েছে? এ প্রশ্নের জবাব হচ্ছে মানুষ কেন মানুষ দোজখে যাবে? এ প্রশ্নের জবাব হল অপরাধ-প্রবণতা কে অপরাধ-প্রবণতা নামক এবস্ট্রাক্ট বানিয়েছে? এটা আমারও প্রশ্ন সুতরাং কেন স্রষ্টা এবং মানুষের মাঝে দোজখ? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই আমাকে প্রশ্ন করো না। কেন মানুষ মানুষকে ভালবেসে আবার দূরে ঠেলে দেয়? এ প্রশ্নের জবাব হল ভুল বোঝাবুঝি কে ভুল বোঝাবুঝি নামক এবস্ট্রাক্ট বানিয়েছে? এটা আমারও প্রশ্ন তবে কেন মানুষ আর ভালবাসার মাঝে ভুল বোঝাবুঝি? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই আমাকে প্রশ্ন করো না। কেন মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায়? এ প্রশ্নের জবাব হল জন্ম ও মৃত্যু সুতরাং কেন অনন্ত-জীবনের মাঝে জন্ম এবং মৃত্যু? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই আমাকে প্রশ্ন করো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.