সুপ্রিয় টিউডারগণ(টিউনার+রিডার) আমি আপনাদের জন্য পদার্থ বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় বিষয় “থিউরি অফ রিয়েলিটিভিটি” নিয়ে একটা চেইন টিউন শুরু করতে চাই।আমি আমার টিউনে “স্পেশাল থিউরি অফ রিয়েলিটিভিটি” বিষয়টা সহজভাবে ব্যাখ্যা করবো এবং আমার সাধ্যমত চেষ্টা করবো আপনাদের বিষয়টা সহজ ও সুন্দর ভাবে বুঝাতে।আপনাদের এই স্পেশাল থিউরি অফ রিয়েলিটিভিটি বোঝাতে আমি আমার টিউনকে নিম্নোক্ত বিষয়ে ভাগকরে আপনাদের উপস্থাপন করবো-----------------=>
এগুলো হল প্রধান বিভাগ।এই বিভাগ গুলোকে আবার বিভিন্ন উপবিভাগে ভাগ করা হবে।যেমনঃ “লরেন্টজের রুপান্তর এবং এর ব্যাখ্যা” এই বিভাগের মধ্যে আর কিছু উপবিভাগ থাকবে যা হল (১)গেলিলিয়ানের রুপান্তর (২)স্পেস টাইম (৩) লরেন্টজের রুপান্তর এর ব্যাবহার (৪)সময় প্রসারন এবং দৈর্ঘ্য সংকোচন ইত্যাদি ।
আপনাদের এ বিষয়ে আগ্রহ থাকলে আওয়াজ দিন।আর হ্যাঁ যদিও এটা একটা জটিল বিষয় তবুও আপনারা সবগুলো টিউন ভালো করে বুঝতে পারলে আপনিও বুকে থাবা দিয়ে বলতে পারবেন “আমিও থিউরি অফ রিয়েলিটিভিটি বুঝি!”
তবে আমি শুধু স্পেশাল থিউরি অফ রিয়েলিটিভিটি ব্যাখ্যা করবো কিন্তু জেনারেল থিউরি অফ রিয়েলিটিভিটি ব্যাখ্যা করবোনা।কারন এটা অনেক জটিল,পৃথিবীর মুষ্টিমেয় কিছুলোক ছাড়া এটা কেউ বুঝতে পারে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।