আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা পরিø

রাজনৈতিক সংকট সাংবিধানিকভাবে সমাধান করে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলেছেন, ১৬ ডিসেম্বরের আগে এ অচলাবস্থার নিরসন না হলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হবে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর রশীদ হাওলাদার আরও বলেন, সংবিধানের আদলে সমঝোতায় আসুন। দেশ, জনগণ ও সম্পদ ধ্বংস করে ক্ষমতায় বসে কে কী করবেন। তারা জনস্বার্থে ধ্বংসাত্দক কার্যকলাপের বিরুদ্ধে প্রত্যন্ত অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে নিজেদের অবস্থানের কথাও জানান। সংবাদ সম্মেলনে বিজয় দিবসের আগে বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং উপজেলা, ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলরদের নিয়ে সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেশের সব উপজেলা পরিষদের উদ্যোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষা ও শিল্পকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম, বরগুনার আমতলী উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চেয়ারম্যান বকুল সরকার, কুমিল্লার তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসাইন সরকার, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ, গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.