বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। এই দিনে স্বাধীন দেশটির সংবিধান রচিত হয়েছিল। তাই প্রতি বছর দিবসটি যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসে আকর্ষণের কেন্দ্র ছিল সেনাবাহিনীর কুচকাওয়াজ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ রাজপথের দুই ধারই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক সামরিক শক্তি এবং দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এই কুচকাওয়াজে ফুটে উঠেছিল। সকাল ১০টা নাগাদ রাষ্ট্রপতির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়, সঙ্গে সঙ্গে বেজে ওঠে ঐতিহ্যবাহী যন্ত্রসংগীতও। এবারের প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন রাজ্যের তরফ থেকে সুসজ্জিত ট্যাবলো বের করা হয়। এরই সঙ্গে যোগ হয়েছিল সেনা ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের কসরত। ৬৫তম প্রজাতন্ত্র দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। রেডিও-টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, স্থিতিশীল সরকার গঠিত না হলে তা স্বার্থান্বেষীদের দখলে চলে যাবে। ফলে দেশের সর্বনাশ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।