আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্র ও আইন প্রতিমন্ত্রীকে তুলাধোনা

স্বরাষ্ট্র ও আইন প্রতিমন্ত্রীর তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেছেন, দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীন বক্তব্য অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত। অত্যন্ত আপত্তিজনক। দুই মন্ত্রীর বক্তব্যের পর সারা দেশে সন্ত্রাস উসকিয়ে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এই মুহূর্তে দায়িত্বশীল পদে থেকে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে রায় বাস্তবায়নে বাধা আসতে পারে। গতকাল (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল দুজন যা বলেছেন তা ঠিক হয়নি। আমরা আশা করি তারা সতর্ক হবেন। গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মলি্লক, জাসদের শিরিন আক্তার, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, ন্যাপের ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদৎ হোসেন, আওয়ামী লীগের ড. হাছান মাহমুদ, বিএম মোজাম্মেল হক, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান গোলাপ, এসএম কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বৈঠক সূত্র জানায়, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর কাদের মোল্লার ফাঁসি নিয়ে মঙ্গলবার সন্ধ্যার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিসহ অনেক দুর্ধর্ষ খুনিদের ফাঁসি দেখেছি। কিন্তু ফাঁসির আগে এই ধরনের আয়োজন করে রায় কার্যকর করা হবে প্রকাশ করা হয়নি। দুই মন্ত্রীই এখতিয়ার বহিভর্ূতভাবে এ কাজ করেছেন। দুই মন্ত্রী সন্ধ্যায় রায় নিয়ে কথা বলায় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সারা দেশে সন্ত্রাস উসকিয়ে দেওয়া হয়েছে। ন্যাপের ইসমাইল হোসেন বলেন, দায়িত্বশীল পদে থেকে লাগামহীন বক্তব্যে জনগণ ভালোভাবে দেখে না। ঘটা করে প্রকাশ করে রায় কার্যকর না করায় মানুষ সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলছেন। বৈঠকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, সরকারের সব ক্ষেত্রেই সফলতা আছে। কিন্তু মন্ত্রীদের লাগামহীন ও দায়িত্বহীন বক্তব্যের কারণে সফলতা ম্লান হয়ে যায়। যুদ্ধাপরাধী মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আইনগতভাবে চেম্বার জজের কাছে যেতেই পারেন। কিন্তু মন্ত্রীকে সংবাদ সম্মেলন করে সে পথ দেখিয়ে দিতে হবে তা আত্দঘাতী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.