আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীনের দাওয়াত দেবে কারা

দ্বীনের দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন করতে হলে নিজেকেই আগে শোধরাতে হবে। নিজেকে সৎ কাজের জন্য নিবেদিতপ্রাণ করে গড়ে তুলতে হবে। খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। নিজে সঠিক পথের যাত্রী না হলে অপরকে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া যায় না।

একদিন জনৈক ব্যক্তি ইবনে আব্বাস (রা.)-এর কাছে এসে বলেন, আমি দীনের দাওয়াতি কাজ করতে চাই।

তিনি বলেন, তুমি কি এ মর্যাদায় পৌঁছেছ? তিনি বলেন, হ্যাঁ আশা তো করি। ইবনে আব্বাস (রা.) বলেন, যদি তুমি মনে কর যে, কোরআন মাজিদের তিনটি আয়াত থেকে তোমার অপমানিত হওয়ার কোনো আশঙ্কা নেই তাহলে অবশ্যই তুমি দ্বীনের দাওয়াতের কাজ করতে পারবে। সে ব্যক্তি জিজ্ঞেস করেন, আয়াত তিনটি কী? ইবনে আব্বাস (রা.) বলেন-

প্রথম আয়াতটি হচ্ছে : 'তোমরা কি লোকদের উত্তম কাজের নির্দেশ দিচ্ছ আর নিজেদের কথা সম্পূর্ণ ভুলে যাচ্ছ?' (বাকারা : ৪৪)। ইবনে আব্বাস (রা.) বলেন, তুমি কি এ আয়াতের ওপর উত্তমরূপে আমল করছ? তিনি বললেন, না।

দ্বিতীয় আয়াতটি হচ্ছে : 'তোমরা কেন এমন কথা বল যা নিজেরা কর না?' (সূরা সাফ : ০২) এ আয়াতের ওপর কি তুমি যথাযথ আমল করছ? তিনি বললেন, না করিনি।

তৃতীয় আয়াতটি হচ্ছে :

'হজরত শুআইব (আ.) নিজ জাতির উদ্দেশে বলেছিলেন, আমি যেসব মন্দ কাজ করতে তোমাদেরকে নিষেধ করছি, সেসব কাজ আমি নিজে করব এমন উদ্দেশ্য আমার নেই। বরং এমন কাজ থেকে আমি দূরে থাকব এবং তোমরা আমার কথা ও কাজে কোনোরূপ ব্যতিক্রম দেখতে পাবে না' (সূরা হুদ : ৮৮) ইবনে আব্বাস (রা.) জিজ্ঞেস করেন, এ আয়াতের ওপর কি তুমি আমল করছে? সে বলল, না। আব্বাস (রা.) বলেন, যাও নিজেকে সৎকাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখ।

লেখক : খতিব, সারুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.