মাথাব্যথার অনেক কারণ থাকতে পারে। মাথার কোন সমস্যা ছাড়াও দাঁত ও মুখের কোন সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে। মুখের ভেতরের যেসব কারণে মাথাব্যথা হতে পারে, সেগুলোর মধ্যে মাড়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ, ডেন্টাল ক্যারিজের কারণে প্রদাহ, পালপাইটিস, আক্কেল দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা, আঘাতজনিত কারণে চোয়ালের বা দাঁতের ফ্রেকচার, বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার উল্লেখযোগ্য। মাথাব্যথার কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জানা জরুরি, তেমনি মুখের ভেতরকার সব দাঁতের সুস্থতা ও মাড়ির অবস্থা পরীক্ষা করাটাও জরুরি। ডা: আতিক’স ডেন্টাল কেয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।